পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত বেসরকারি কনসাল্টিং ফার্ম পরিপ্রেক্ষিতের সহযোগীতায় মাদকাসক্তি নিরাময় ও মাসসিক রোগ প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান ৬ জানুয়ারী বৃহস্পতিবার নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে দেয়াল লিখন, সকালে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় শতাধিক লোকজনের সমন্বয়ে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে সকাল ১১.০০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রচারাভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট মেডেসিন বিভাগের ডা. এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, বিশকাকুনি ইউপি চেয়ারম্যান নজমুল হুদা ফিরোজ, জারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, পূর্বধলা প্রেস ক্লাবের আহŸায়ক জুলফিকার আলী শাহীন, শফিকুল আলম শাহীন, কলাম লেখক জাকির আহাম্মদ খান কামাল, মো. গোলাম মেস্তফা, নূর আহাম্মদ খান রতন, শফিকুজ্জান শফিক, জায়েজুল ইসলাম, এছাড়াও শিক্ষক, রক্তদাতা ব্যক্তি, ছাত্র-ছাত্রী, সুশিল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, স্থানীয় সংগঠন, শ্রমজীবি নারী-পুরুষ, শ্রমিক ইউনিয়নের কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি। দৈনিক আমাদের অর্থনীতি পূর্বধলা প্রতিনিধি মাহমুদুল হাসান রতন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
