ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল সংশোধনের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ৯:০৭ অপরাহ্ণ

teacer picজাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বাস্তবায়নাধীন বেতন স্কেল সংশোধনের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় নালিতাবাড়ী উপজেলা পরিষদের গেইট সংলগ্ন রাস্তায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওই বেতন স্কেল বাস্তবায়িত হলে সহকারী ক্ষিকরা বিরাট বৈষ্যমের শিকার হবেন। ওই স্কেল বাস্তবায়ন হলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে শ্রেণীগত বৈষম্য (২য় ও ৩য় শ্রেণী তৈরী হবে)।প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকদের বেতন স্কেল তিনধাপ নিচে নেমে যাবে।
তারা বলেন, এর ফলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক একই যোগ্যতায় প্রবেশ করেও বিরাট বৈষমের শিকার হবেন।ওই মানব বন্ধনে শিক্ষকরা দুই দফা দাবি জানিয়েছেন।
দাবি গুলো হচ্ছে প্রধান শিক্ষকদের একধাপ নিচে রেখে সহকারী শিক্ষদের বেতন স্কেল প্রণয়ন করা এবং সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রেখে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।
নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ঐক্য ফ্রুন্টের ব্যানারে মানব বন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আবু সাদাত মোহাম্মদ মোছা,নাজমূল ইসলাম,কহিনুর রুমা,সাইফুল ইসলাম,মোহাম্মদ মাসুদ করিম,ফরিদ আহাম্মেদ,শফিকুল ইসলাম,এ ছাড়াও মানব বন্ধনে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, এ সময় উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!