ads

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৪ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি পালন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৬, ২০১৪ ১:৩২ অপরাহ্ণ

DEBIDWAR PIC_  GONOJAGORON MONCH'R RALI - 05.02.14.মো. আমির হোসেন আমু, দেবিদ্বার (কুমিল্লা) : গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তী অনুষ্ঠানে দেবিদ্বার গণজাগরণ মঞ্চ নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে। বুধবার বেলা ২টায় দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে এক সমাবেশে দেবিদ্বার গণজাগরণ মঞ্চের সংগঠক সমন্বয়ক ও কৃষক সমিতি দেবিদ্বার উপজেলা শাখার সাধারন সম্পাদক মমিনুর রহমান বুলবুল’র সঞ্চালনায় এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সমাবেশের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে আলোচনায় অংশ নেন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক অনিল চক্রবর্ত্তী, যুবইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা সভাপতি মোসলেহ উদ্দিন মিছির, মুক্তধারা ২৪ডট কমের সম্পাদক সৈয়দ খলিলুর রহমান বাবুল, যুবলীগ নেতা মোঃ সেলিম ভূঞা, হাজী মোঃ মোরশেদ আলম ভূঞা, ক্ষেতমজুর সমিতি উপজেলা সাধারন সম্পাদক একেএম ফজলুল আমীন খান রাসেল, মোঃ এনামুল হক, এডভোকেট সূদীপ রায়, সাংবাদিক মোঃ আমির হোসেন আমু, ছাত্রলীগ উপজেলা শাখার সহ-সভাপতি আনোয়ার পারভেজ প্রমূখ। সমাবেশে বক্তারা মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রæত বাস্তবায়ন, দেশকে কলঙ্কমুক্ত এবং দেশের মানুষ ও রাষ্ট্রের সম্পদ রক্ষায় জঙ্গী জামায়েত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন। বিকেল ৩টায় কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চের জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে সমন্বয়ক এবিএম আতিকুর রহমান বাশার শপথ পাঠ করান।
দেবিদ্বারে ক্রিকেট টুর্নামেন্ট

দেবিদ্বারে টিভি কাপ ‘টি- টুয়েন্টি ক্রীকেট টুর্নামেন্ট- ২০১৪’র উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়’র মাঠে ওই টুর্নাম্যান্টের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ময়নাল হোসেন ভিপি, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম সরকার, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোঃ সাইফুল ইসালাম প্রমূখ। উদ্ভোধনী খেলায় দেবিদ্বার সদর ক্রীকেট একাদশ ৮৫রানে চান্দিনা রোড টাউন হল ক্লাবকে পরাজিত করে। উল্লেখ্য উক্ত টুর্নামেন্টে মোট ১২টি দল লিগ পদ্ধতিতে অংশগ্রহন করবে।

Shamol Bangla Ads

দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দেবিদ্বারে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলার প্রশাসন। বুধবার সকালে উপজেলার ‘হযরত আবু হুরাইয়া শিশু সদন কমপ্লেক্সে’ কম্বল বিতরণের মধ্য দিয়ে ওই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ফিরুজ আহমেদ বেদন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন। অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ্আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার একটি পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও ৫টি মাদ্রাসার শীতার্ত মানুষের মধ্যে ৮০হাজার টাকা ব্যায়ে ৩শত ৩৩টি কম্বল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!