তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : অজ্ঞানতার আধাঁর হতে জীবনকে আলোকিত করার জন্য গত ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সরস্বতী মায়ের রাতুল চরণে পূষ্পাঞ্জলী অর্পণ করেন নিজেকে সঁপে দেন- স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া হিন্দু সনাতন ধর্ম্মাবলম্বী শিক্ষার্থীরা। পরদিন বুধবার বিকেল সাড়ে ৩টায় কুমিলা মহানগরী’র কান্দিরপাড় টাউন হল মাঠ হতে জ্ঞানের দেবী সরস্বতী মায়ের প্রতিমাসহ ঢাক-ঢোঁল, স্পিকার (হুইপার) বাঁজিয়ে “লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স” গানের তালে তালে নৃত্য (ড্যান্স) করে ট্রাক যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া হিন্দু সনাতন ধর্ম্মালম্বী শিক্ষার্থীরা। ওই শোভাযাত্রা’র উদ্বোধন করেন- প্রধান অতিথি কুমিলা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিলা জেলা শাখা’র সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বক্সী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখা’র সাধারণ সম্পাদক ট্রাস্টি র্নিমল পাল। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ জেলা শাখা’র সভাপতি মন্ডলীর সদস্য নৃপেন্দ্র চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী রাজু, সাংগঠনিক সম্পাদক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিলা জেলা শাখা’র প্রচার সম্পাদক ও কুমিলা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মহানগর শাখা’র সভাপতি অ্যাড. প্রদীপ দত্ত, সহ-সভাপতি দীপ্তি রায় চন্দন, সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল দাশ, সদস্য রূপম মজুমদার, যুবলীগ নেতা মানিক ভট্টাচার্য্য, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস, ডা. নারায়ণ পাল, লোকনাথ যুব সেবা সংঘের সাবেক সভাপতি বরুন চক্রবর্তী, সেন্টু শীল অভি, কুমিলার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার হাজারো দর্শক ও পূর্ণ্যার্থী। উদ্বোধন করার সঙ্গে সঙ্গে ঢাঁক-ঢোল আর কাঁশার ঝংকারে আকাশ-বাতাস কম্পিত ও মুখরিত হয়ে ওঠে কুমিলা মহানগরী এলাকা।

এতে অংশ গ্রহণ করেন- অজিত গুহ কলেজ অর্থহীন সংঘ, বজ্রপুর মুক্তি সংঘ, দঃ ঠাকুরপাড়া বন্ধু সংঘ, রামঘাটলা মাতৃপূজারী সংঘ, কান্দিরপাড় হোয়াইট স্টার সংঘ, দেশওয়ালীপট্টি ব্লু-বার্ড ক্লাব, ছাতিপট্টি পদ্মা সংঘ, দেশওয়ালীপট্টি উদয়ন সংঘ, গাংচর মা সংঘ, গোয়ালপট্টি বাণী বন্দনা সংঘ, শাসনগাছা রবিদাস সংঘ, তেলিকোণা জ্যোতি সংঘ ও মোদক সংঘ, সংরাইশ যুব সংঘ, দক্ষিণ চর্থা নবশ্রী সংঘ, ঠাকুরপাড়া নবউষার আলো সংঘ, দঃ চর্থা নবশ্রী সংঘ, কালীগাছতলা স্মৃতি চারণ সংঘ, আড়াইওরা যুবক সংঘ, মনোহরপুর আগামী সংঘ, রাজরাজেশ্বরী কালীবাড়ী সংঘ, কাপড়িয়াপট্টি ল²ীনারায়ণ জিউর আখড়া আমরা বন্ধুগণ সংঘ, জামতলা বন্ধু ক্লাব, সিদ্ধেশ্বরী কালীবাড়ী সংঘ, কাপড়িয়াপট্টি রেড রোজ সেবা সংঘ, রামমালা ছাত্র সংঘ, জগন্নাথপুর তরুন সংঘ, নানুয়া দিঘী বিদ্যাময়ী সংঘ, রানীর দীঘিপাড় নিমতলী সংঘ, পুরাতন চৌধুরীপাড়া শীর্ষেন্দু সংঘ, রাণীর দীঘিপাড় অগ্রদূত সংঘ ও স্রোত সংঘ, জিলা স্কুল ফ্রেন্ডস গ্র“প, উনাইসার বিবেকানন্দ সংঘ, কাপড়িয়াপট্টি দেবী চরণ সংঘ, তেলী কোণা পুরাতন সবুজ সংঘ, কালিয়াজুরী নব তরুণ শিব সংঘ, ঠাকুরপাড়া শ্রীকৃষ্ণ ধর্ম মন্দির সংঘ, চাঁনমনি কালীবাড়ী রেড রোজ সংঘ, বরুড়া মৈত্রী গীতা সংঘ, গুপ্ত জগন্নাথবাড়ী ছাত্র সংঘ, মর্ডাণ স্কুল আলোড়ন সংঘ, দক্ষিণ ঠাকুরপাড়া শান্তি সংঘ, চান্দলা বাণী অর্চনা সংঘ, সারদা পালের মাঠ মিলমিশ সংঘ, রাণীর বাজার স্বরলিপি সাথী চক্র ও মা স্মৃতি সংঘ, মনোহরপুর রেড স্টার ক্লাব, মনোহরপুর মধ্যমনি সংঘ, গাংচর ঋষিপট্টি যুবক সংঘ, জামতলা জাগরণী সংঘ, চকবাজার রাম কৃষ্ণ সংঘ, শ্রী বলবপুর পূজা কমিটি, কাত্যায়নীকালীবাড়ী সন্তান সংঘ, বাদুরতলা স্পন্দন সংঘ, ছত্রখিল জাগরণী সংঘ ও ছাত্র সংঘ, করুনাময় কালীবাড়ী সংঘ, সপ্ত সিন্ধু সংঘ, ঝাউতলা শান্তি সংঘ, রাণীরবাজার সপ্তক সংঘ, বন্ধু বয়েজ ক্লাব, তালপুকুরপাড় সাথী চক্র, রাণীর বাজার তরুন সংঘ, ঠাকুরপাড়া প্রভাতী সংঘ, বালক সংঘ, অগ্নি বাণী সংঘ, ঠাকুরপাড়া পাগল সংঘ, প্রজাপতি সংঘ, প্রতিশ্র“তি সংঘ, শুভপুর অরুন উদয় সংঘ, ছাতিপট্টি পদ্মা সংঘ, উদয় সংঘ, নানুয়াদীঘিপাড় দর্পণ সংঘ, সংরাইশ মহামায়া সংঘ, চৌদ্দগ্রাম যুব সংঘ, দক্ষিণ ঠাকুরপাড়া অংকুর সংঘ, রামচন্দ্রপুর ব্ল-স্কাই ক্লাব সহ বিভিন্ন সংগঠন।
এদিকে, বিগত বছরের ন্যায় এবারও শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জ্ঞানের দেবী সরস্বতী পূজা উদ্যাপন করতে পেরে কুমিলা জেলা প্রশাসক মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার ভৌমিক, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবত্তী, সকল আইন-শৃঙ্খলা-রক্ষাকরীবাহিনী, ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়াসহ গোটা কুমিলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিলা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
