মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে এক নবজাতক শিশুর লাশ পাওয়া গেছে। বুধবার মুন্সীবাজার তুষার ফিলিং ষ্টেশন সংলগ্ন ধানী জমি থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারস্থ তুষার ফিলিং ষ্টেশন সংলগ্ন ধানী জমিতে কাপড় দিয়ে পেছানো একটি নবজাতকের লাশ পড়ে থাকে। স্থানীয় লোকজন লাশ দেখার জন্য ভিড় করেন।
স্থানীয় জনসাধারণ জানান, একটি কাপড় দিয়ে পেছানো নবজাতক শিশুটির হাত পা ও মাথাকিছু দেখা যায়।কে বা কারা রাতে অথবা ভোরে ধানী জমিতে ফেলে যায়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি অবগত হলে বুধবার বিকাল ৫টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীহার রঞ্জন নাথ জানান, এটি অবৈধ গর্ভপাতের সন্তান হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানার অপমৃত্যু মামলা দায়ের করা হয়।