হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে নগদ টাকা,বসত ঘর ও আসবারপত্রসহ ৭ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
জানাযায়, গতকাল মঙ্গলবার (০৪ ফেব্রয়ারী) সকালে হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের রশিদ মিয়ার গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে পাশের আরো ৬টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও পুড়ে ছাই হয়ে যায় ৭ ঘরে রক্ষিত ধান,চাল,নগদ টাকা ও আসবারপত্রসহ সব কিছু । এতে আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে রয়েছে রশিদের ২টি ,আলা-উদ্দিনের ২টি,কলিম উদ্দিনের ২টি ও রহিমার ১টি সহ ৭টি ঘর ও আসবারপত্র।খবর পেয়ে উপজেলার গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম রতন অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।