সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে চোরাই দুটি মোটরসাইকেল উদ্ধার ও চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য নিজাম উদ্দীন (২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ইসলাম জানান, সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী হাপানিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার এর বাড়ি থেকে তাঁর ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল টি চোরেরা চুরি করে নিয়ে যায়। তাৎক্ষনিক বিষয়টি সাপাহার থানায় জানানো হলে পুলিশ সন্দেহজনকভাবে হাপানিয়া বিরামপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের রজবুল হকের পুত্র নিজাম উদ্দীন (২৫) কে আটক করে। তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ পরদিন রাতে উপজেলার কলমুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে চুরি যাওয়া ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল ও মালিকবিহীন অপর একটি কালো রঙ্গের লিফান মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। সাপাহার থানায় একটি মামলা দায়েরের পর বুধবার আটককৃত যুবককে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়।
