জামালপুর প্রতিনিধি : ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেছেন- রাজনীতির নামে দেশে সন্ত্রাসবাদ কায়েম করতে চাইলে পুলিশ বসে থাকবেনা। অপরাধ দমনই এখন পুলিশের প্রদান কাজ। কমিউনিটি পুলিশের সহযোগিতার উপর গুরুত্বারোপ করে চলমান রাজনীতির সহিংসতার প্রতি ইঙ্গিত দিয়ে বলেন-জামাত পুলিশের উপর হামলা চালিয়ে মনোবল ভেঙ্গে সন্ত্রাসী করে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চেয়েছিল। আমরা তাদের এ অপচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়েছি। জামাত পুলিশের উপর হামলা করে মনোবল ভাঙ্গার চেষ্টাটি দেশ ও মানুষের প্রতি পুলিশের দায়বদ্ধতা আরও বহুগুণে বাড়িয়েছে।
তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবাতা গ্রামের বাসিন্দা হিসেবে মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মুক্তিযুদ্ধা হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দি ফার্মাস ব্যাংকের পরিচালক বাবুল চিশতী, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপক আবুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ।
সভায় ১০ জন মুক্তিযোদ্ধার মাঝে সেলাইমেশিন, ৫ জন মুক্তিযোদ্ধার মাঝে ভ্যান গাড়ী, ১০ মুক্তিযোদ্ধার মাঝে ঢেউটিন ও ৩ শত মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়।
এর আগে তিনি থানা চত্বরে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভায় মিলিত হন। পুলিশ সুপার নজরুল ইসলাম, এএসপি সার্কেল হান্নান শাহ, ওসি মোস্তাছিনুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
