মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলাসহ জেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও জুয়া খেলার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- মাসুদ পারভেজ(২২), সুহেল মিয়া(২৪), কাউছার উল্লাহ(২৩), সানোয়ার হোসেন (২৭), আলাউদ্দিন মিয়া (২৮), ছালিক উদ্দিন (৩২), বাহার মিয়া (৩৫) ও সাইদুল ইসলাম (৩২)। এরা সবাই সদর উপজেলার বাসিন্দা।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আবদুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মৌলভীবাজার থানায় মামলা হয়েছে।
