ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে সংবর্ধনা প্রদান

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০১৪ ৬:১৯ অপরাহ্ণ

Agailjhara Photo- 05-02-14 আগৈলঝাড়া (বরিশাল)  প্রতিনিধি  :বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছে আগৈলঝাড়া উপজেলা পরিষদ। উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের নেতৃত্বে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় ৭.৩০ টায় আগৈলঝাড়ায় জেলা পরিষদ ডাকবাংলোয় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচীন্দ্র নাথ বৈদ্য, গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান, আওয়ামীলীগ নেতা রুস্তম সেরনিয়াবাত, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, পিআইও অফিস সহকারী সরদার হুমায়ুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Shamol Bangla Ads

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সুজনকাঠী ইউনাইডেট ক্লাবের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনায় ইউনাইটেড ক্লাবের সভাপতি প্রদীপ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাশাইল কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার বাড়ৈ, জল্লা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, প্রভাষক মলয় কুমার সোম, ইউপি সদস্য অতুল চন্দ্র সরকার, স্থানীয় রমণীকান্ত সরকার, আবুল মোল্লা, ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক জয় রায়। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকসহ ৭২ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।

আগৈলঝাড়ায় গণজাগরণ মঞ্চের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, : গণজাগরণ মঞ্চের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বুধবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা গণজাগরণ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে উপজেলার সদরের জিরোপয়েন্টে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী সোয়েব ইমতিয়াজ লিমন, উপদেষ্টা ড. নীলকান্ত বেপারী, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, আবু সালেহ লিটন, রুবেল মুন্সী, লিটু তালুকদার প্রমুখ।

আগৈলঝাড়ায় ক্রীড়া

Shamol Bangla Ads

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পয়সা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বুধবার উদ্বোধন করা হয়েছে। খেলায় ১৫টি ইভেন্টে আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। খেলা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আ. খালেক শিকদার প্রমুখ।

৩য় মৃত্যুবার্ষিকী ম্যাথিউ মালাকার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :  বরিশালের আগৈলঝাড়া উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ম্যাথিউ মালাকারের ৩য় মৃত্যুবার্ষিকী বুধবার এ উপলক্ষে নিজবাড়ি উপজেলার জোবারপাড় গ্রামে স্মরণসভা ও দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত থাকবেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!