ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ার পল্লীতে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় এক ঘের ব্যবসায়ীকে আটকের পর গ্রামবাসীরা বিবাহ দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে উপজেলার শোভনা খানপাড়া এলাকায়। এ খবর জানাজানির পর এলাকায় দারুণ চাঞ্চল্যে’র সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের শেখপাড়া এলাকার মৃত আফসার শেখের ছেলে, ঘের ব্যবসায়ী নজরুল ইসলাম শেখ(৫০) নজু’র পাশের খানপাড়া গ্রামের স্বামী পরিত্যাক্তা এক মহিলার(২০) সাথে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর ধরে ওই সম্পর্কের ফলে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নজু শেখ ওই বাড়িতে গেলে স্থানীয় গ্রামবাসিরা অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় তাদেরকে আটক করে। এ সময় উপস্থিতিরা কাজী আঃ বক্কর শেখকে ডেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেন-মোহর ধার্য করে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ দেন। এ ব্যাপারে ওই গ্রামের মজনু খানসহ অন্যান্যরা বলেন, নজু দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবাদে যায়-আসে। এ নিয়ে এলাকার পরিবেশ ও ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে কয়েকজন নিষেধ করলেও নজু তা মনেনি। তাছাড়া ওই মহিলার বাবা নেই। নানার বাড়িতে থাকে। একেবারই অসহায়। তাই মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে গ্রামের সকলের মতামতের ভিত্তিতে তাদের বিবাহ দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আঃ রশিদ শেখ জানান, এ ধরনের একটি খবর আমিও শুনেছি। তবে আমার মনে হয় নজু শেখ পরিস্থিতির শিকার।