জিএইচ হান্নান, শেরপুর : শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে যক্ষা নিয়ন্ত্রনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক এডভোকেসী সভা ৫ ফেব্রুয়ারী বুধবার ঝিনাইগাতী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যক্ষা নিয়ন্ত্রনে সুশীল সমাজ ও শিক্ষকদের করণীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ খাইরুল কবির সুমন, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর শেরপুর জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ দুদু ও নাটাব প্রতিনিধি কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন র্যাসডোর ম্যানেজার মীর জাহাঙ্গীর কবির রাজন। এডভোকেসী সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন। অপরদিকে ৪ ফেব্রæয়ারী মঙ্গলবার শেরপুর শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে আঃ ওয়াদুদ এর সভাপতিত্বে যক্ষা নিয়ন্ত্রনের উপর অনুরুপ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দে।
