জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা রিটার্নিং ও নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেয়া হয়। ছাতকের ৮চেয়ারম্যান, ৮ভাইস চেয়ারম্যান ও ২মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। চেয়ারম্যান পদে আবরু মিয়া তালুকদার (ঘোড়া), অলিউর রহমান চৌধুরী বকুল (কাপ-পিরিচ), গিয়াস মিয়া (চিংড়ি মাছ), আওলাদ আলী রেজা (দোয়্তা-কলাম), নিজাম উদ্দিন (হেলিকপ্টার), ডাঃ আফসার উদ্দিন (মোটরসাইকেল), রেজাউল করিম তালুকদার (টেলিফোন), এমআর চৌধুরী রাজা (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. সিতাব আলী (চশমা), আবু সাদত লাহিন (টিউবওয়েল), গয়াছ আহমদ (মাইক), এড. শাহাব উদ্দিন (তালা-চাবি), মাহফজুর রহমান বাবলু (জাহাজ), এমরান আহমদ (টিয়া পাখি), এড. আব্দুল জলিল (উড়ো জাহাজ), মিছবাহ উদ্দিন ফরহাদ (বই), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাহেরা বেগম (হাঁস) ও নাসিমা আক্তার খান (কলস) প্রতিক পেয়েছেন। প্রতিক পাওয়ার পর ছাতকে বিভিন্ন প্রার্থীর সমর্থনে মিছিল বের হয়। মাইক যোগে শুরু হয় প্রচার-প্রচারনা।
