ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০১৪ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেছে ষাটোর্ধ্ব বৃদ্ধ : ধর্ষক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০১৪ ১:৩০ অপরাহ্ণ

Rape-7কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পল­ীতে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষন করেছে ৬০ বছর বয়সী এক লম্পট বৃদ্ধ। মঙ্গলবার বিকেলে অসুস্থ্য অবস্থায় ওই শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

Shamol Bangla Ads

এলাকাবাসী, পুলিশ ও ধর্ষিতার পারিবারিক সুত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের বেসকো মডেল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী মাধপুর গ্রামের শামসুল হক এর ৬ বছর বয়সী শিশু কণ্যা স্কুল থেকে বাড়ী ফেরার পথে একই গ্রামের লম্পট বৃদ্ধ রোজা ফকির (৬০) এর বাড়ীতে পানি পান করতে প্রবেশ করে। এ সুযোগে রোজা ফকির ওই শিশুকে তাকে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এতে শিশু কন্যাটি রক্তাক্ত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে পাষন্ড রোজা ফকির তাকে তার বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় । পরে শিশুটির চিৎকারে বিষয়টি জানতে পেরে স্থানীরা তাকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেয়। অভিভাবকরা রক্তাক্ত শিশুটিকে ওইদিনই হাসপাতালে ভর্তি করতে চাইলে স্থানীয় প্রভাবশালীরা মিমাংশা করার কথা বলে হাসপাতালে ভর্তি হতে দেয়নি। পরে তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার বিকেলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লম্পট রোজা ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহারের সাথে কথা বলা হলে তিনি জানান, শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিৎসার পাশাপাশি শারিরীক পরীক্ষা করা হচ্ছ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!