কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার রশীদুজ্জামান দুদু বুধবার সকাল ৭টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিলাহে……….রাজিউন)।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি। এরপর অস্ত্রোপচার শেষে দেশে ফিরলেও কুষ্টিয়া ফিরতে পারেননি তিনি।
খন্দকার রশীদুজ্জামান দুদু ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। রূপালী ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান একজন মুক্তিযোদ্ধাও ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ হিমঘরে রাখা হবে এবং সন্তানরা বিদেশে থেকে ফিরলে লাশ দাফনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।