মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩ পদে ১৩ জন প্রার্থীকে গতকাল ০৪ ফেব্রæয়ারী মঙ্গলবার রিটার্ণিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জহিরুল ইসলাম প্রতিক বরাদ্ধ ঘোষনা দেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীরা একই প্রতিক চাওয়ায় সেই প্রতিক গুলোতে লটারীর মাধ্যমে নির্ধারন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আখন্দ।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এককপ্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসম কামরুল ইসলাম প্রতিক পেয়েছেন কাপ পিরিছ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান পেয়েছেন আনারস, বিগত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শওকতুল ইসলাম শকু পেয়েছেন দোয়াত কলম, জাতীয় পার্টি নেতা গিয়াস মিয়া পেয়েছেন টেলিফোন ও জাসদ নেতা মোঃ আলাউদ্দিন প্রতিক পেয়েছেন মটর সাইকেল ।
ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু প্রতিক পেয়েছেন তালা, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদ গৌরা পদ দে পেয়েছেন বাল্ব, বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল পেয়েছেন মাইক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল প্রতিক পেয়েছেন টিয়া, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ফজলুল হক খান সাহেদ পেয়েছেন বই ও উপজেলা জামায়াতের রাজনৈতিক সম্পাদক রাজানুর রহিম ইফতেখার প্রতিক পেয়েছেন চশমা। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা প্রতিক পেয়েছেন কলস ও নারী নেত্রী নেহার বেগম পেয়েছেন ফুটবল। এদিকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা প্রতিক পাওয়ার সাথে সাথে উপজেলভর আনাচে কানাচে মাইকিং, লিফলেট, পোষ্টারের মাধ্যমে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন ।