কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে বুধবার বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ, কলমাকান্দা শাখার উদ্যোগে বিভিন্ন দাবী বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মোঃ বাবুল হোসেন। বক্তব্য রাখেন মুশফিকুর রহমান রুবেল, ফয়েজ উদ্দিন, আবুল কালাম আজাদ, মাহতাব উদ্দিন, ইউনুস আলী, নিকসন সরকার, মুরশেদ আলম আনোয়ার, শ্যামল তালুকদার, আব্দল হান্নান, আমিনুল ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে রেখে সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল নির্ধারন এবং সরাসরি সহকারী শিক্ষক নিয়োগ বন্ধ করে সহকারী শিক্ষক হতে শত ভাগ পদোন্নতি নিশ্চিত করার দাবী জানানো হয়।