মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আবাসিক এলাকার একটি বাসার ভিতর থেকে দিনে দুপুরে স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টায় বিআরডিবির (বাংলাদেশ রুরাল ডেভলপমেন্ট বোর্ড) পলী জীবিকায়ন প্রকল্পের (পজীব) এক মাঠকর্মীর বাসায় এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পজীব মাঠ কর্মী ইয়াসমীন আক্তারের বাসার একটি কক্ষের ভিতর থেকে চোরচক্র সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ১০ ভরি ওজনের রুপার অলঙ্কার ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। পজীব মাঠকর্মী ইয়াসমীন আক্তার জানান, তিনি সকাল সোয়া ১০টায় ঘর থেকে কাজে বের হয়েছিলেন। বেলা ১টায় বাসায় ফিরে দেখেন আলমারী ভেঙ্গে স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ চুরি হয়েছে। ঘটনাটি তিনি বিআরডিবি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীহার রঞ্জন নাথ এ অভিযোগর কথা স্বীকার করে বলেন, তদন্তক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
কমলগঞ্জে রাইস মিলের দুটি ট্রান্সফরমার চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি রাইস মিলের দুটি বৈদ্যূতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে পতনউষার ইউনিয়নের পালপুর গ্রামের আব্দুল হান্নানের রাইস মিল সংলগ্ন খুটি থেকে সংঘবদ্ধ চক্র দুটি বৈদ্যূতিক ট্রান্সিফরমার চুরি করে নেয়।
রাইস মিল মালিক আব্দুল হান্নান জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে চোরচক্র ১৫ কেভি ও ৫ কেভি ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যূতিক ট্রান্সফরমার চুরি করে নিলে বুধবার থেকে রাইস মিল, একটি জামে মসজিদ, একটি মাদ্রাসা ও ২০টি পরিবার বিদ্যূৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ব্যাপারে মৌলভীবাজার পলী বিদ্যূৎ সমিতি (পবিস) কমলগঞ্জ জোনাল কার্যালয়কে অবহিত করা হয় বলে রাইস মিল মালিক জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে পবিস কমলগঞ্জ জোনালের এজিএম কম (নিপর) মোঃ ইসহাক আলী বলেন, সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে কমলগঞ্জ থানায় যোগাযোগ করে আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
কমলগঞ্জে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে মাঠ পর্যায়ে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২ টায় পতনউষার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট মৌলভীবাজারের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন পতনউষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আলতাফ হোসেন। মাটির নমুনা সংগ্রহ করে গুনাগুন যাচাই করে চাষাবাদ উপযোগী করতে করণীয় বিষয়ে কৃষকদের ধারনা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন ২১ জন কৃষক কৃষাণী।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন সংস্থা কৃষি বিভাগের আলাদা একটি সংস্থা। এ সংস্থাটি মাঠ পর্যায়ে কৃষকদের এভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে।
