সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সাথে সংঘর্ষে শিবির কর্মী জামাল ফারুক গুলি বৃদ্ধ হয়েছে । ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোররাতে শ্য্রামনগরের কাশিমারি গ্রামে এঘটনা ঘটে এসময় পুলিশের সিপাহি ফেরদৌস ও মিলন দর্জি আহত হয়।

শ্যামনগর থানার ওসি ছগির মিয়া জানান, আসামি ধরতে পুলিশে একটি টহল দল কাশিমারি গ্রামে যায়। এ সময় জামায়াত -শিবিরের কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে । এসময় পুলিশ ও পাল্টা গুলি ছোড়ে । পুলিশের গুলিতে শিবির কর্মী জামাল ফারুক গুলি বৃদ্ধ হয় । তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এসময় পুলিশ সদস্য ফেরদোস ও মিলন দর্জি আহত হয়
