চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৪০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় অন্তত ৪জন আহত হন।
সোমবার রাত ১০টার দিকে উপজেলা আলমডাঙ্গার বোয়ালমারী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলার আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমডাঙ্গার ডুগডুগি বাজার থেকে বিল্লাল হোসেন গরু কিনে পাওয়ার ট্রিলারে করে ফিরচিলেন। বোয়ালমারী এলাকায় পৌঁছালে পাওয়ার ট্রিলারটি উল্টে গিয়ে বিল্লালসহ ৫জন গুরুতর আহত হন। আহত বিল্লাল হোসেনকে প্রথমে চুয়াডাঙ্গা হাপাতালে পরে ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
