চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে অপহরণের ৭ দিন পরে অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী কথিত প্রেমিক বাসারকে (২২) গ্রেফতার করা হয়েছে। অপহরণের শিকার স্কুলছাত্রীর মায়ের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে পার্শ্ববর্তী বাঘা উপজেলা থেকে তাদের গ্র্রেফতার করে। গ্রেফতারকৃত বাসার চারঘাট উপজেলার থানাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মোর্তুজা কলেন, বিষয়টি থানায় উভয় পক্ষের সম্মতিতে আপোষ-মিমাংসার চেষ্টা চলছে। এছাড়া অপহরণের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরে এ বিষয়ে আইগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে থানায় াদয়ের করা অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, অপহরণের শিকার দশম শ্রেণি পড়–য়া ওই ছাত্রীকে কথিত প্রেমিক বাসার ধীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়।
এ ঘটনায় গত শনিবার বাসারের বিরুদ্ধে মেয়েটির মা চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে চারঘাট মডেল থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার এবং অপহরণকারীকে ধরতে মাঠে নামে। অবশেষে সোমবার বিকেলে বাঘা উপজেলার সদর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী বাসারকে গ্রেফতার করে পুলিশ।
