সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে ২৬ টি হুইল চেয়ার ও ৬ লক্ষ ৫০ হাজার টাকার সুদমুক্ত ঋন বিতরন করা হয়। রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে হুইল চেয়ার ও ঋন বিতরন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক । উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক প্রসেন কুমার, প্রতিবন্ধী সংগঠক ফারজানা ইয়াসমিন, কম্পিউটার অপারেটর সিরাজুল ইসলাম প্রমূখ। এর আগে সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বানুর সভাপতিত্বে স্কুলের বরন ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রতিমন্ত্রী বক্তব্য রাখেন।