শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়া ৪ ফেব্র“য়ারী মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন। ৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ওই সংবাদ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দেশের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে বিজ্ঞপ্তিতে উলেখ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনা তদন্তে বিএনপির ৪টি কমিটি গঠন করা হয়েছিল। ওইসব কমিটি ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সংবাদ সম্মেলনে ওইসব প্রতিবেদন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কথা বলবেন।
