সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলনের শেষ দিনে রোববার চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিন পদে মনোনয়নপত্র উত্তোলনকারী মোট ১৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ৫ জন, জামায়াতের ৩ জন, ইসলামী আন্দোলনের ১ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২ জন।

শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলা চেয়ারম্যান পদে গাজী আনিসুজ্জামান আনিস (আ’লীগ), মাস্টার আবদুল ওহেদ (বিএনপি), মাও: আবদুল বারী (জামায়াত),মাও: আব্দুল জলিল (জামায়াত), মাও: আবু বক্কর সিদ্দিক (ইসলামী আন্দোলন)।
ভাইস চেয়ারম্যান পদে মহাসিন-উল-মূলক (বিএনপি),শেখ নাজমুল হোসেন (বিএনপি),ফরিদ-উদ-দৌলা নিকসন (বিএনপি), স.ম আবদুস সাত্তার (আ’লীগ), মো: আল মোকাররম বিল্লাহ (জামায়াত)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা আয়ুব ডলি (আ’লীগ),নূর জাহান এলাহী ঝরনা (বিএনপি),পাপিয়া হক (স্বতন্ত্র) ও নূরজাহান আক্তার (স্বতন্ত্র) মনোনয়পত্র উত্তোলন করেছেন।
শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। দ্বিতীয় কোটায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
