অমৃত রায়, লালমনিরহাট : লালমনিরহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার বিকাল ৫টা পর্যন্ত ৫টি উপজেলার মধ্যে ৩ টিতে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের একাধিক প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা ৩টি হচ্ছে লালমনিরহাট সদর, হাতীবান্ধা ও পাটগ্রাম। সব দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

লালমনিরহাট সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি থেকে মমিনুল হক ও জাতীয় পার্টি থেকে মাহবুবুর রহমান মিঠু।
হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বদিউজ্জামান ভেলু,সাহাজাদ বাবু, আনোয়ারুল ইসলাম,শরিফুল ইসলাম, জাতীয় পার্টি থেকে এম জি মোস্তফা, লিয়াকত হোসেন বাচ্চু, বিএনপি থেকে মোশারফ হোসেন, আব্দুল হাই, জামায়াত থেকে হাবিবুর রহমান ও রেজাউল করিম সরকার ।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও ওয়াছেদুল ইসলাম শাহীন, বিএনপি থেকে শহিদুল্লাহ প্রধান, জাতীয় পার্টি থেকে হাবিবুর রহমান বসুনিয়া ও জামায়াত থেকে এরশাদ হোসেন সাজু ।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ৪ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় এবং ১২ ফেব্রুয়ারী দেওয়া হবে প্রতীক বরাদ্দ।
