জামালপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের মেলান্দহে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২১ প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। ২ ফেব্র“য়ারী রবিবার মনোনয়নপত্র দাখিলের পর সরকার দলীয় বিদ্রোহী প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি অতীত ভূলে আগামী দিনে সকল কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে পাশে থাকার আহবান জানান।

অপরদিকে আ’লীগ মনোনীত আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন দলীয় কার্যালয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর হযরত শাহ্ কামাল (রহ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগে মাঠে নেমেছেন বলে দলীয় সূত্রে জানাগেছ।
অন্যদিকে বিএনপির মনোনীত প্রার্র্থীরা একযোগে মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
আ’লীগ মনোনীত উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সমবায় ব্যাংকের পরিচালক আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, বিদ্রোহী বর্তমান উপজেলা চেয়ারম্যান- সাবেক আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফারহান জাহেদী সফেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আ:কাদের জিলানী, সাবেক ফুলকোচা ইউপি চেয়ারম্যান ও বহিস্কৃত আ’লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম, বিদ্রোহী জেলা বিএনপির অন্যতম সদস্য-সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রনেতা ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম হাফিজ নাহিন, জাতীয় পার্টি মনোনীত পৌর জাপার সভাপতি রবিউল ইসলাম এবং স্বতন্ত্র এডভোকেট সাবেক উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ ইসমত পাশা মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ন্যাপ সভাপতি তালুকদার আলমগীর আহম্মেদ ওরফে আলমগীর আহমেদ শাহজাহান, আ’লীগ মনোনীত পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ডা: ইউনুছ আলী, বিদ্রোহী বর্তমান ভাইস চেয়ারম্যান হায়দার আলী, শফিকুল ইসলাম, বিএনপি’র মনোনীত উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল আলম সিদ্দিকী, বিদ্রোহী উপজেলা ছাত্র দলের সভাপতি সাইফুর রহমান খোকন, শ্রমিক দলের সহ-সভাপতি ছানাউল ইসলাম ও যুবদল নেতা আনিসুর রহমান, জাতীয় পার্টির পৌর জাপার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী জেসমিন আক্তার, বিদ্রোহী আসমা আক্তার জীবন, নাজমা আক্তার এবং বিএনপি মনোনীত মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার।
