ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল বন্দর থানার ওসি কায়ুম আলী সরদার দেড় কেজি স্বর্ণ আত্মসার্তের অভিযোগে অবশেষে প্রত্যাহার হয়েছে। রোববার সকালে তার প্রত্যাহারের চিঠি এসে পৌছায় বেনাপোল বন্দর থানায়। বিষয়টি নিশ্চিত করেছে বন্দর থানার উপ-পরিদর্শক নারায়ন বিশ্বাস।

বহু অপকর্মের হোতা ও দেড় কেজি স্বর্ণ আত্মসাতের মহা নায়ক ওসি কায়ুম আলী সরদার অবশেষে বেনাপোল বন্দর থানা থেকে প্রত্যাহার হয়েছে। নিজেকে বাঁচাতে একদিকে সাংবাদিক ম্যানেজ করা এবং অন্য দিকে আত্মসাতকৃত স্বর্ণ কতিপয় টাউট ব্যক্তিদের মাঝে বন্টন করেও নিজেকে রক্ষা করতে পারেনি। শেষ অবধি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের বারবার তদন্তের ফলে অভিযুক্ত প্রমান হতেই হলো ওসিকে।
এ প্রত্যাহারের ব্যাপারে জানার জন্য ওসি কায়ুম আলী সরদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
উলেখ্য, গত ০২ জানুয়ারী বেনাপোলের একটি আবাসিক হোটেলের মালিক মোমিনকে যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর থেকে স্বর্ণের বারসহ বন্দর থানা পুলিশ তাকে আটক করেছিল। সে সময় আটককৃত স্বর্ণের মধ্যে দেড় কেজি স্বর্ণ ওসি কায়ুম আত্মসার্ত করেছে বলে অভিযোগ উঠে।
