বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বেসরকারী সংস্থা মুসলিম এইড বাংলাদেশ এর উদ্যোগে গতকাল সকাল ১১টায় পৃথকভাবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ও বড়বাড়ী সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে এলাকার অসহায় দুস্থ্যদের মাঝে ৩শ পিস্ শীতবস্ত্র কম্বল বিতরন করেন।

কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, মুসলিম এইড বাংলাদে বালিয়াডাঙ্গী শাখা ব্যবস্থাপক আতিকুল ইসলাম, চাড়োল ইউপি সদস্য আহাদ আলী, বড়বাড়ী ইউপি সদস্য আসরাফুল ইসলাম, মধুপুর ও বড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মুসলিম এইড বাংলাদেশ এর দেয়া শীতবস্ত্র পেয়ে এলাকার অসহায় মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছে বলে অসহায় মানুষেরা জানিয়েছেন।
