নবাবগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ করিম মন্ডলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোঃ আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামসুল হক, নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, নবাবগঞ্জ কারগিরী কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল(সবুজ) উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়োজনে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যয়নরত শিক্ষার্থী শ্রাবনী, বিদায়ী শিক্ষার্থী মৌমিতা বৃষ্টি, পরিচালনা কমিটির সদস্য আলিমুল আল রাজীব প্রমূখ। এছাড়াও গত রবিবার নবাবগঞ্জ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়েও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
