দৌলতখান (ভোলা) প্রতিনিধি : কর্মস্থলে অনুপস্থিত থাকার অপরাধে ওয়ার্কসপ মালিক জাফর তার শ্রমিক জাকিরকে(রানা) মধ্যযুগীয় কায়দায় শিকল দিয়ে গাছের সাথে বেধে রাতভর শারিরিক নির্যাতনের পর তার মাথা ন্যাড়া করে দিয়েছে।

জানা যায়, সোমবার উপজেলার মিয়ারহাট সংলগ্ন জাফরের বাড়িতে একাটি ওয়ার্কসর্পে এ ঘটনা ঘটে। জাফর দীর্ঘ ৫-৬বছর ধরে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়ে এ কারখানাটি চালিয়ে আসছে। জাকির জানায়, তার মা অসুস্ত থাকার কারনে সে গত ১০দিন অনুপস্থিত থাকায় তার মালিক তার উপর এ অমানুষিক নির্যাতন চালায়। কারখানার অন্যান্য শ্রমিকেরা এ ঘটনার সত্যতা শিকার করেছেন। এ ঘটনা সাধারন জনমনে ক্ষোভ বিরাজ করছে।
