আমতলী (বরগুনা) প্রতনিধি : বরগুনার তালতলী উপজেলার হরিনখোলা গ্রামে রোববার ভোররাতে চাচার পিটুনিতে জুবায়ের (৭) নামে এক শিশু মারা গেছে।

তালতলী থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, তালতলীর হরিনখোলা গ্রামের গগন আলীর মানসিক ভারসাম্যহীন পুত্র কবির হোসেন (৪০) রোববার ভোর রাতে ছোট ভাই সুলতানের ঘরের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে ঘুমন্ত সুলতান (৩৭), তার স্ত্রী জোবায়দা (২৫) ও শিশুপুত্র জুবায়ের (৭) কে লাঠি দিয়ে এলোপাথারি পেটায়। সুলতানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে কবির পালিয়ে যায়।
এ ঘটনায় সুলতান, তার স্ত্রী জোবায়দা ও ছেলে জুবায়ের গুরুতর আহত হয়। আহত অবস্থায় তিন জনকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে শিশু জুবায়ের মারা যায়। পরবর্তীতে সুলতান ও তার স্ত্রী জোবাদয়াকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে তালতলী থানায় হত্যা মামলা হয়েছে।
