কুষ্টিয়া প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিনব্যাপী চুলচেড়া বিশ্লেষন করে গতকাল রাতে কুষ্টিয়া সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসন্ন উপজেলা নির্বাচনে কুষ্টিয়া সদর থেকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহŸায়ক, অধ্যক্ষ ডাঃ আমিনুল হক রতনকে আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিজকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি ও এসএম কামাল। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার জুলফিকার আলী আরজু, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সম্পাদক চৌধুরী মুর্শেদ আলম মধু, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বিশ্বাস প্রমুখ।
গত রাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল এ ঘোষণা দেয়ার পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কুষ্টিয়ার গুনীজন, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা ডাঃ আমিনুল হক রতনকে অভিনন্দন জানান। এছাড়াও দলমত নির্বিশেষে তার পক্ষে নির্বাচন করার অঙ্গীকার করেন।
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল
আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুরে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বিএনপি, আওয়ামীলীগ, জামায়াত, জাসদ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আব্দুল হক, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ খান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার রোজি খানম। ১৪ দলে থেকে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা ও মিরপুর প্রেস ক্লাবের সভাপতি হাজী মহাম্মদ আলী জোয়ার্দ্দার ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার (নাসরিন)। জামায়াত থেকে উপজেলা জামায়াতের আমীর, বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুল গফুর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জুমারত আলী ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গুলশান আরা। অন্যদিকে জাসদ থেকে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাসদের সাবেক প্রচার সম্পাদক বাহাদুর শেখ মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) দল থেকে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার, জয়নাল আবেদীন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মর্জিনা খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৭ ফেব্র“য়ারী নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।