কুষ্টিয়া প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় কুষ্টিয়ায় তিনটি উপজেলায় ১১ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার বিকেল পাচটায় মনোনয়নপত্র জমা দেবার শেষ সময় পার হবার পর স্বস্ব সহকারি রির্টানিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়াম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমারখালি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
