মোঃ জাফর উল্লাহ, কলমাকান্দা (নেত্রকোণা) : নেত্রকোণা জেলার কলমাকান্দা স্টেডিয়াম মাঠে সোমবার কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ছবি বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হক তারা, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক ইদ্রিছ আলী তালুকদার ও মোছাদ্দেক হোসেন বুলবুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন জানান, আলোচনা সভার পর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
