উত্তরা (ঢাকা) প্রতিনিধি : গত শুক্রবার উত্তরায় উদ্ধার হওয়া নারীর বস্তাবন্দি লাশের পরিচয় মিলেছে। হতভাগ্য ওই নারীর নাম খাদিজা বেগম (৩০)। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে খাদিজার লাশ শনাক্ত করেন তার বোন মিনারা বেগম।

এর আগে শুক্রবার দুপুরে ১৪ নাম্বার সেক্টরের ২০ নাম্বার রোডের ৩৩ নাম্বার বাড়ির পেছন থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক এসআই মো. ফিরোজ আলম।
মিনারা বেগম জানান, তার বোন খাদিজার স্বামীর নাম আবদুল কাদির। তারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার
পূর্ব দুরাইল গ্রামের বাসিন্দা। তবে খাদিজা থাকতেন উত্তরা পশ্চিম থানাধীন পাকুরিয়া তালটেক এলাকায়।
