এম. এ করিম মিষ্টার, নীলফামারী :দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় (জাতীয় পার্টি) হুইপ ও নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী বলেছেন, এতদিন অবাঙ্গালিদের (উর্দুভাষী) নিয়ে সকলেই শুধুমাত্র রাজনীতি করেছে। কিন্ত তাদের জীবনমান উন্নয়নে কেউ ভূমিকা রাখেনি। ফলে দীর্ঘদিন যাবত আটকেপড়া পাকিস্তানি ক্যাম্পগুলোতে তারা মানবেতর জীবন যাপন করে াাসছে। তিনি সৈয়দপুরের ২২টি ক্যাম্পে অবস্থানরত অবাঙ্গালিদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, সৈয়দপুরে বিহারীদের ক্যাম্প জীবনের অবিলম্বে হবে। তাদের জন্য আবাসন ও নাগরিক সুযোগ- সুবিধা প্রদানের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে। বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী শনিবার বিকেলে সৈয়দপুর প্রেসক্লাবে জাতীয়, আঞ্চলিক ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওই কথা বলেন। বিএনপির রাজনীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, তারা রাজনীতিতে ফেল করেছে, তারা আর কোমর তুলে দাঁড়াতে পারবে না। শওকত চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়নে আগ্রহি। সেই ধারাবাহিকতায় দাতারা সরকারের উন্নয়ন কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ততা বজায় রেখেছে। এ সরকার ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সরকারের গঠনমূলক সমালোচনা ও ভালো কাজে প্রশংসা করবে। হুইপ শওকত চৌধুরী সৈয়দপুর প্রেসক্লাবের জন্য অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণের প্রতিশ্র“তি দেন। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে হুইপ শওকত চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে এ জনপদে রয়েছে শোকাবহ আত্মত্যাগের ইতিহাস। সৈয়দপুরের অনেক মানুষ মুক্তিযুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের স্মরণে এখানে একটি জাতীয় মানের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক। পরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল।

সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান মোখলেছ হত্যাকান্ড মামলার চার্জশীট ৩ বছরেও হয়নি
নীলফামারীর সৈয়দপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হত্যাকান্ডের বিচার ঝুলে আছে। হত্যার ৩ বছরেও এ মামলার চার্জশীট চূড়ান্ত করা হয়নি। তবে পুলিশ বলছে মামলার চার্জশীট তৈরির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিগত ২০১১ সালের ২৬ জানুয়ারি সৈয়দপুরের ৫নং খাতামধুপুর ইউনিয়নের জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে জবাই করে হত্যা করা হয়। ওই রাতে মোটর সাইকেল যোগে শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে আটক করে সৈয়দপুর-রংপুর সড়কের পাশে কলাবাগান এলাকায় জবাই করে লাশ ফেলে যায়। এ ঘটনায় নিহত চেয়ারম্যানের ছোট ভাই মমতাজুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তৎপরতা চালিয়ে মুল আসামিসহ ৭ জনকে গ্রেফতার করে। এসব আসামিদের রিমান্ডে নিয়ে তাদের স্বীকারোক্তিসহ হত্যার তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। এসব আলামতের মধ্যে রয়েছে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি, একাধিক মোবাইল সীম, কিছু ব্যক্তির চিরকুট ও জন্মনিবন্ধন সনদ এবং মোখলেছুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন। এরপর পুলিশ তদন্তে সংগৃহিত তথ্যের ভিত্তিতে চার্জশীট চূড়ান্ত করার প্রস্ততি নেয়। কিন্ত অজ্ঞাত কারণে চার্জশীট তৈরির প্রক্রিয়া ঝুলে যায়। সেই থেকে চার্জশীট আর চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা সহিদার রহমান জানান, মামলাটি স্পর্শকাতর হওয়ায় চুলচেরা বিশ্লেষনে দীর্ঘ সময় লেগেছে। তবে চার্জশীট তৈরির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে চূড়ান্ত করা হবে চার্জশীট। ন্যায় বিচার নিশ্চিত করা হবে চার্জশীটে, কাউকে রেহাই দেয়া হবে না। মামলাটি অতি স্পর্শকাতর বিধায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মিললে দ্রুততম সময়ে চার্জশীট আদালতে দাখিল করা হবে।
নীলফামারীতে প্রতারণার মামলায় বিদ্যালয় শিক্ষক কারাগারে

নীলফামারীতে প্রতারণার মামলায় আবুল হোসেন শেখ (৪২) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে এবং শনিবার বিকালে আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সে জেলা সদরের চড়াই খোলা ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ঐ ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় শেখপাড়া গ্রামের মৃত. আফছার উদ্দিন শেখের ছেলে।
এভারগ্রীণ প্রোডাক্ট ফ্যাক্টরী বিডি লিমেটেডের উপ-মহাব্যবস্থাপক সুব্রত সরকার জানান, ২০১০ সালে আবুল হোসেন শেখ তার নিজের ৩৫ শতাংশ এবং অপর এক আত্মীয়ের ৭০ শতাংশ জমি ভুয়া দলিলের মাধ্যমে কোম্পাণীর কাছে বিক্রী করে। এছাড়াও অপর তার আরো এক আতœীয়ের ১ একর ৭০ শতাংশ জমি ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করে এভারগ্রীণ প্রোডাক্ট ফ্যাক্টরী বিডি লিমেটেডের কাছে। যা দলিল যাচাই-বাছাই শেষে পাওয়া যায়। এঘটনায় গত বছরের ২৩ ও ২৫ ডিসেম্বর তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় পৃথক দুটি প্রতারণার মামলা দায়ের করেন ওই কোম্পাণীর ম্যানেজার মনোয়ার হোসেন।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক এরশাদুল আলম জানান, ওই দুই মামলায় শুক্রবার সন্ধ্যায় শহরের বাটার মোড় থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক শাহদাৎ হোসেন প্রামানিক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
