হাকিম বাবুল, শেরপুর : শেরপুরে নকলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি উদ্ভাবিত গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের ওপর এক মাঠ প্রদর্শণী হয়েছে। ২ ফেব্র“য়ারী রবিবার নকলা উপজেলার কায়দা কৃষি ব্লকের কলাপাড়া গ্রামে অনুষ্ঠিত ওই মাঠ প্রদর্শনীতে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রটির কার্যকারীতা কৃষকদেরকে হাতে-কলমে শেখানো হয়।

মাঠ প্রদশনীতে বারির কৃষি বিজ্ঞানীরা জানান, গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রটির মাধ্যমে এক দিনে ৬-৭ বিঘা জমিতে গুটি প্রয়োগ করা যায়। এটি খুবই সাশ্রয়ী এবং সহজে পরিচালন ও বহনযোগ্য। হাতে গুটি প্রয়োগের চাইতে এ যন্ত্রের দ্বারা একদিনেই একজন কৃষক প্রায় এক হাজার টাকা সাশ্রয় করতে পারেন। যন্ত্রটির দাম মাত্র ৩ হাজার ৫শ টাকা। তবে সরকার খামার যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় কৃষকদেরকে ৩ হাজার টাকা ভর্তুকি দিচ্ছেন। ভর্তুকি মূল্যে মাত্র ৫শ টাকায় কৃষকদের নিকট এটি বিক্রি করা হচ্ছে। অনুষ্ঠানে তাৎক্ষনিকভাবে ৬ জন কৃষক বারি উদ্ভাবিত গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রটি কেনার আগ্রহ প্রকাশ করেন।
কৃষি যন্ত্রপাািত প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ডিএই’র সহায়তায় বারি গাজীপুরের ফার্ম মেশিনারী এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনীয়ারিং বিভাগ এ মাঠ প্রদর্শণীর আয়োজন করে। এতে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি বেং বারি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষক আলমগীর আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শস্য সংরক্ষণ কর্মকর্তা ফজলুল করিম সানি, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন, আদর্শ কৃষক আব্দুল মন্নাফ খান, বারির বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রমুখ । মাঠ প্রদর্শনীতে এলাকার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
