মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বি.এম) কলেজের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে প্রতিষ্ঠানের ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির ছাত্রীদের বরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় এক জমকালো অনুষ্ঠানে ফুল ছিটিয়ে এবং হাতে রজনীগন্ধার স্টিক ও মুখে মিষ্টি তুলে দিয়ে নবীনদের বরণ করে নেয়া হয়। এসময় নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেনির ছাত্রী সুরোভী আক্তার। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর মহিলা কলেজের প্রভাষক নূরুল আহমেদ, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আক্কাচ আলী, ইকবাল হোসেন, সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, শিক্ষার্থী আয়েশা আক্তার সুইটি, খাদিজা খাতুন প্রমুখ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন।