নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পুলিশ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ টি তাজা ককটেল সহ এক যাত্রীকে আটক করেছে। ১ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় শফিকুল ইসলাম (২৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়।

উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হান্নান জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর-নওগাঁ পাকা সড়কের কানার মোড় নামক স্থানে চেক পোষ্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশী চালানোর সময় মান্দার পাজরভাঙ্গা থেকে আসা লুবাবা পরিবহনের একটি বাসে (জ-১১-০৩৮২) সিটের নীচে ব্যাগের ভেতর মাফলার ও চাদরে দিয়ে মোড়ানো অবস্থায় ৪ টি তাজা ককটেল উদ্ধার করেন এবং ঐসীটে বসা যাত্রীকে আটক করেন। আটক শফিকুল নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের নিন্দইন গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। এব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
