নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে রামপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গত রবিবার দিনাজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা ভূমি অফিস ও বিনোদনগর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী তাঁর সাথে ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায় বাজারের জায়গায় অবৈধ ভাবে দোকান ও মিলকারখানা স্থাপন করেছে এমন ১০ টি দোকান মিল কারখানার ঘর উচ্ছেদ করা হবে।
নবাবগঞ্জে জামায়াত কর্মী কাজী মুসা গ্রেফতার

নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কাজী জামায়ত কর্মী মাওঃ মুসাকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের পশ্চিম খোদাইপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। পুলিশ জানায় সে জামায়াতের কর্মী ও তার বিরুদ্ধে ভোট কেন্দ্রে নাশকতা কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
