ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিঘলিয়ার স্টার জুট মিলের ওয়ার্কশপে রহস্যজনক চুরি : ৩ প্রহরী সামরিক বরখাস্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ
দিঘলিয়ার স্টার জুট মিলের ওয়ার্কশপে রহস্যজনক চুরি : ৩ প্রহরী সামরিক বরখাস্ত

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার দিঘলিয়ার চন্দনীমহলস্থ রাষ্ট্রায়ত্ব স্টার জুট মিলের ওয়ার্কশপে শুক্রবার গভীর রাতে রহস্য জনক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মিলের ধাতব পদার্থ পিতলসহ বিভিন্ন ধরণের মূল্যবান মালামাল নিয়ে নির্বিগ্নে পালিয়ে গেছে। এদিকে, শনিবার ঘটনার জন্য দায়িত্বে অবহেলার অভিযোগে মিলের তিন জন নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত ও নিরাপত্তা কমান্ডারকে শোকজ করা হয়েছে।

Shamol Bangla Ads

মিল সূত্রে জানা গেছে, শনিবার সকালে মিলের ৩নং ঘাটের ভৈরব নদীর তীরে বিপুল পরিমান ধাতব পদার্থ পিতল পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে ৩২৫ কেজি পিতল উদ্ধার করা হয়। এ সময় ওয়ার্কশপের ১টি জানালা ভাঙ্গা দেখতে পাওয়া যায়। মিল কর্তৃপক্ষ ধারণা করছেন, সংঘবদ্ধ চোরেরা জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরণের মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মিলের তিনজন নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্থ ও একজনকে শোকজ করা হয়েছে বলে জানা যায়। তারা হলেন কাঞ্চন আলী, জাহাঙ্গীর হোসেন, শহর আলী, ও নিরাপত্তা প্রহরী কমান্ডার সাহজাহান ।
মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ মুরাদ হোসেন জানান, ওয়ার্কশপে কি পরিমান মালামাল ছিল তা ওয়ার্কশপ ইনচার্জকে লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। এটি পেলেই কি পরিমান মালামাল চুরি হয়েছে তা জানা যাবে।
এ ব্যাপারে মিলের প্রকল্প প্রধান ইঞ্জিনিয়ার মারুফুল ইসলাম এর কাছে যানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার জন্য দায়িত্বে অবহেলার অভিযোগে মিলের তিন নিরাপত্তা প্রহরীকে বরখাস্থ করা হয়েছে ও একজনকে শোকজ করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তের জন্য বিভাগীয় পর্যায়ের একটি তদন্ত কমিটিও গঠণ করা হবে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে মিলের ওয়ার্কশপ ইনচার্জ প্রকৌশলী (যান্ত্রিক) আনোয়ার হোসেন এ বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজী হননি। তবে শ্রমিকদের অভিযোগ রাষ্ট্রীয় সম্পদ চুরির বিষয়ে ওয়ার্কশপ ইনচার্জ প্রকৌশলী (যান্ত্রিক) আনোয়ার হোসেন কে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা জানা যেতে পারে বলে তাদের অভিমত।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!