ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ সামছু-দ্দোজা’র হাতে প্রার্থীরা এ মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে জোট সমার্থিত চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি’র সভাপতি খান আলী মুনসুর, ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা মোঃ সিরাজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিনা দৌলত মনোনয়ন পত্র জমা দেন। কিছুক্ষণ পরেই মহাজোট সমার্থিত জেলা আওয়ামীলীগের যুগ্ম- সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শোভা রাণী হালদার মনোনয়ন পত্র জমা দেন। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা ওর্য়ার্কাস পার্টি নেতা শেখ সেলিম আকতার স্বপন মনোনয়ন পত্র দাখিল করেন।
