ঠাকুরগাঁও প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভংগ করে ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রবিবার জেলার রাণীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের অধ্যাপক সইদুল হক ,আব্দুল কাদের ও ছাত্রলীগ নেতা শাহারিয়ার মুন্না এবং বিএনপির উপজেলা সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আইনুল হক মাষ্টার ও ন্যাশনাল আওয়ামীলীগ পার্টি (ন্যাপ) এর আনোয়ার হোসেন, মনোনয়ন পত্র জমা দেন। অন্য দিকে বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি দলের সাংসদ দবিরুল ইসলামের দুই ভাই আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম এবং বিএনপি নেতা ও চাড়ল ইউনিয়নের চেয়ারম্যান নুরুন নবী চেয়াম্যান পদে প্রতিদন্দিতায় মনোনয়ন পত্র দাখিল করেছেন।