চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আবু বকর সিদ্দিক (৩৫) নামের এক পাওয়ার ট্রলি চালক নিহত হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক একই উপজেলার গোপালপুর গ্রামের সাইজুল মোল্লার ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, শনিবার লক্ষীপুর গ্রামের আজিমদ্দিন মালিথার একটি গাছ বিক্রির উদ্দেশ্যে কাটা হচ্ছিলো। শনিবার দুপুরে গাছটি নিয়ে যাওয়ার জন্য পাওয়ার ট্রলি চালক সেখানে আসে। গাছের কাছে দাঁড়িয়ে সে গাছ কাটা দেখছিলো। হঠাৎ করে গাছটি তার উপর পড়লে সে ঘটনাস্থলেই নিহত হয়। পরে পরিবারের লোকজন কোন অভিযোগ না করার শর্তে লাশটি দাফনের জন্য নিয়ে যায়।