মেহেরপুর জমে উঠেছে উপজেলা নির্বাচন : প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে জমে উঠেছে উপজেলা নির্বাচন। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়নের প্রতিশ্রæতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। বড় দুটি দল আ’লীগ ও বিএনপি দলীয়ভাবে তাদের একক প্রার্থী মনোনয়ন দিয়েছেন। সাধারণ ভোটাররা বলছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবেন তারা যেন জনগনের কল্যানে কাজ করেন।
মেহেরপুর জেলার তিনটি উপজেলার মধ্যে প্রথম দফায় মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ১ লাখ ৭৮ হাজার ৭০৭ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুুরুষ ভোটার রয়েছে ৮৮ হাজার ৫৮ জন এবং মহিলা ভোটার রয়েছে ৯০ হাজার ৬৪৯ জন। এই নির্বাচনে মেহেরপুর সদরে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্ব›দ্বীতা করবেন। এরা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল এবং বিএনপি মনোনীত একক প্রার্থী জেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক মারুফ আহাম্মেদ বিজন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, বিএনপির একাংশের মনোনীত প্রার্থী জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জামায়াতের প্রার্থী পৌর জামায়াতের আমীর মাহাবুবুল আলম ও অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শহর আওয়ামী লীগের উপদেষ্টা আজিজ আহম্মেদ মতিন। এছাড়া আওয়ামীলীগ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিউন বশিরা পলি ও বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপি’র মহিলা দলের সভানেত্রী রোমানা আহাম্মেদ রুমা। এখন সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। হাতে হাত মিলিয়ে দোয়া চাইছেন প্রার্থীরা। বড় দুটি দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটারদের মধ্যে প্রার্থী নিয়ে চলছে নানা হিসাব নিকাশ।
আওয়ামীলীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল জানান, মেহেরপুরকে মাদকমুক্ত সমাজ, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সা¤প্রদায়ীক সম্পৃতি সমুন্নত রাখার অঙ্গিকার করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ মারুফ আহাম্মেদ বিজন জানান, যারা নির্বাচনে কাজ করবে তারা যেন কোন প্রশাসনিক হয়রানির শিকার না হয়। সকল প্রার্থীর পক্ষের ভোটাররা যেন ভয় ভিতির উর্দ্ধে থেকে ভোট দিতে পারে।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোঃ মোজাম্মেল হোসেন জানান, উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তফসিল মোতাবেক সকল নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করা সম্ভব হবে।
উল্লেখ্য, আগামী ৩ ফেব্রæয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৪ ফ্রেবুয়ারী প্রতীক বরাদ্দ এবং ১৯ ফেব্রæয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
