টাঙ্গাইল প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের নিয়ে এক শিক্ষকের কুরুচিপূর্ণ বক্তব্য করায় উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের শিক্ষক জহির ইসলামের অপসারণ এবং দৃষ্টান্তমূলক দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের শিক্ষক জহির ইসলামের ফেইসবুকে শয়তান, মাস্তান ও গুন্ডার দখলে এখন স্বপ্নের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে স্টাটাস করায় ছাত্ররা তার অপসারণ দাবি করে।