ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০১৪ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরের অভয়নগরে ভাইয়ের হাতে ভাই খুন : আহত ১০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ১, ২০১৪ ১২:২৫ অপরাহ্ণ

Khunইয়ানুর রহমান, যশোর : যশোরের অভয়নগরের শংখরপাশায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন হয়েছেন। এ সময় সংঘর্ষে ভাইপোসহ ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় শংকরপাশা গ্রামের বানিয়া পাড়া স্কুলের সামনে।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শংকরপাশা গ্রামের মৃত- মোমিন মোল্যার ৮ ছেলের মধ্যে দীর্ঘ ২০ বছর যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধে ৮ ভাই ২ ভাগে বিভক্ত হয়ে যায়। শুক্রবার দুপুরে ৩ ভাই মকিত মোল্যা, ওলিয়ার মোল্যা ও জলিল মোল্যা বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে গেলে অপর চার ভাই হাসান মোল্যা (৩২), জমজ ভাই আমির হোসেন মোল্যা ও জামির মোল্যা (৪৩) এবং মফিজুর রহমান মোল্যা (৪৫) ও ভাইপো ইয়াহিয়া (২৬) বাঁধা দেয়। উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। দেশীয় অস্ত্র নিয়ে ভাইয়েরা সংঘর্ষে জড়িয়ে পড়লে বড়ভাই আজিজুর রহমান মোল্যা (৬০) উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্রের কোপে বড়ভাই আজিজুর রহমান মোল্যা মারাত্মক জখম হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।
উভয়পক্ষের সংঘর্ষে অপর ৭ ভাইসহ ১০ জন আহত হয়। পুলিশ এ ঘটনায় হাসান মোল্যা(৩২), আমির মোল্যা (৪৩), জামির মোল্যা (৪৩) , মফিজ মোল্যা (৪৫) ও ভাইপো ইয়াহিয়াকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!