ইয়ানুর রহমান, যশোর : বেনাপোল আইসিপি ক্যাম্পে শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্ত রক্ষী বিজিবি ও বিএসএফ এর সেক্টর জি-টু পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ছিলেন বিজিবি খুলনা সেক্টরের জি-টু মেজর আবুল কালাম আজাদ, যশোর বিজিবি ২৬ ব্যাটলিয়নের উপ অধিনায়ক মেজর আনিছুর রহমান, সুবেদার জয়নাল আবেদীন ও নায়েব সুবেদার আব্দুলাহ। ভারতের পক্ষে ছিলেন বিএসএফ কৃঞ্চ নগর সেক্টরের জি-টু মেজর মনোজ কুমার, ষ্টাফ অফিসার মেজর ওম প্রকাশ শর্মা ও হরিদাসপুর কোম্পানী কমান্ডার শ্রী পান্ডে।
বৈঠকে আগামী ৩ ফেব্র“য়ারী বেনাপোল কোম্পানী সদরে উভয় দেশের সীমান্ত রক্ষীদের সেক্টর কমান্ডার পর্যায়ে একটি গুরুত্ব পূর্ন বৈঠক অনুষ্ঠিত হবে। তারই প্রস্ততিমূলক বেঠক আজ অনুষ্টিত হলো। এ ছাড়া সীমান্তের নারী শিশু, মাদক দ্রব্য পাচার, চোরাচালান বন্ধ সহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।