এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ার প্রধান সড়ক মগনামা বরইতলী সড়কের কাটাফাড়ি বেইলী ব্রীজের পূর্ব পাশের পাটাতনসহ স্লিপার দেবে যাওয়ায় সকাল ৮টা থেকে মালবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, ব্রীজটি অতিঝুকিপূর্ণ অবস্থায় থাকা সত্বেও ক্ষমতাসীন দলের একটি চক্র প্রশাসনের সাথে সমন্বয় করে নির্দিষ্ট টাকা আদায়ের মধ্য দিয়ে অতিরিক্ত লবণসহ মালবাহি ট্রাক যাতায়তের সুযোগ করে দেয়ায় ক্রমান্বয়ে আরো ঝুকিপূর্ণ হয়ে যায় সর্বশেষ ৩১ জানুয়ারী সকাল ৮টার দিকে অতিরিক্ত গাছ বোঝ্ইা একটি ট্রাক দ্রæত গতিতে পার হওয়ার সময় ট্রাকটি পার হতে সক্ষম হলেও ব্রীজের পূর্ব পাশে সøীপার সহ ধেবে গেছে। সরজমিনে গিয়ে দেখাযায়, একটি চক্র মূল সেøভের পাশের মাটি তুলে ব্রীজটিকে আরো ঝুকিপূর্ণ করে তুলছে। স্থানীয়রা বলেন, চক্রটি মাটি সরিয়ে ফেললে ্ওই ব্রীজ দিয়ে আর গাড়ী চলাচল করতে পারবেনা। আবার আর একটি সক্রিয় হয়ে তৎপরতা চালাচ্ছে বিকল্প সøীপার দিয়ে মালবাহি ট্রাক চলাচলের ব্যবস্থা করে তাদের চাদাবজি অব্যাহত রাখতে। সুত্রে প্রকাশ ২০১২ সালের ৭ সেপ্টম্বর অতিরিক্ত মালবাহি ট্রাক সহ ব্রীজটি ভেঙ্গে গিয়ে খালে পতিত হলে দীর্ঘদিন যান চলাচল বন্ধ ছিল ওই সময় পেকুয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি বাশের সাকো তৈরী করে দেয়। উপজেলার প্রধান সড়কের ওপর নির্মিত ব্রীজটি সম্পন্ন হতে এখনো মাস দুয়েক সময় প্রয়োজন আছে নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে জানা যায়। এদিকে ব্রীজ দেবে যাওয়ার ১২ ঘন্টা অতিবাহিত হলেও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেনের কাছে জানতে চাইলে তিনি এখনো এঘটনা অবগত নন জানান। সংশ্লিষ্ট প্রশাসনের কোন ব্যক্তি এখনো পর্যন্ত পরিদর্শনে বা সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। এব্যাপারে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংশ্লিষ্ঠ বিভাগে অবগত করে দ্রæত সংস্কারের ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।