টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সলা নামক স্থানে শনিবার বিকালে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত ও এক জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার নগরবাড়ি গ্রামের হালিম মিয়ার ছেলে রিফত(১৪) ও মিন্টু সরকারের ছেলে ইমরুন(১৭)।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ওসি মনির জানান, মোটর সাইকেল করে ৩ জন মিলে একটি মোটর সাইকেল যোগে যমুনা থেকে এলেঙ্গা যাওয়ার পথে সলা নামক স্থানে পৌছালে বিপরিত থেকে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হয়। অপর জনকে গুরুত্বর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
